জাতীয়

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ও বন্যার কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ ৮ ফেব্রুয়ারি বুধবার।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ফলাফল উদ্বোধন করবেন। এর এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে ১২ লাখ শিক্ষার্থী তাদের পরীক্ষার ফল দেখতে পারবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, বুধবার সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর শিক্ষামন্ত্রী বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত তুলে ধরবেন। তিনি আরও বলেন, করোনার কারণে পুরো শিক্ষাবর্ষ তছনছ হয়ে গেছে। এসএসসির পরীক্ষার আগে বন্যা শুরু হওয়ায় এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যায়। কারণ একটির সঙ্গে আরেকটি পাবলিক পরীক্ষা সম্পৃক্ত। তবে এ বছর থেকেই তা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে সে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের জন্য সময় নির্ধারণ করেন।

এবার ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং ৪র্থ বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় সময় ও নম্বরও কমিয়ে দেওয়া হয়েছে এবার। তবে চলতি বছর পূর্ণ নম্বর ও আগের মতো ৩ ঘণ্টাব্যাপী এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রায় সাত মাস পিছিয়ে নভেম্বরের ৬ তারিখে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

করোনা ও সিলেটে ও দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এ পরীক্ষা পেছানো হয়। ১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।

দেশের বাইরে মোট আটটি দেশে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করে শিক্ষা বোর্ড। সেখানে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে।

যেভাবে জানা যাবে ফল ॥ ঢাকা শিক্ষা বোর্ড বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পাশাপাশি ফলাফল প্রকাশের পর খুদে বার্তার মাধ্যমেও জানা যাবে। এজন্য প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button