নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার ( ৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে নান্দাইল চৌরাস্তা – কেন্দুয়া সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সিএনজি ট্রাকটিকে ওভারটেক করার মুহূর্তে ট্রাকের ধাক্কায় সিএনজিটি উল্টে যায়।
নিহত দু’জন হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৫) ও কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৫)। সাথী আক্তার ঘটনাস্থলে ও ইদ্রিছ আলীকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর থেকে সাথী আক্তার তার ৮ বছরের শিশু সন্তানকে নিয়ে সিএনজিযোগে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই গাড়িতে ইদ্রিস আলী উঠে আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে তারা এ দুর্ঘটনায় পতিত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে দুইটি গাড়ীর চালক পালিয়ে গেছে। নিহত দুইজনের মধ্যে একজনের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে, অন্যজনের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।