ভোলা জেলার নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা 

ভোলা সমিতি ঢাকার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
ভোলা সমিতি ঢাকার উদ্যোগে ভোলা জেলার নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা ও ইফতার মাহফিল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
 সমিতির সদ্য ক্রয়কৃত ফ্ল্যাটে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও খালেদা বাহার বিউটি এমপি উপস্থিত ছিলেন।
 তোফায়েল আহমেদ এমপিকে বনানীর বাসভবনে এক অনুষ্ঠানে আজীবন  সম্মাননা প্রদান করা হয়।
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি  ভোলায় থাকায় ও  আলী আজম মুকুল এমপি পবিত্র ওমরা পালনের জন্য দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এমপিদের প্রতিনিধিদের নিকট সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ভোলা জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিইও নাজিম উদ্দিন চৌধুরী, হেদায়েতুল্লাহ সিআইপি ( ওমান), সাবেক অতিরিক্ত আইজিপি  ফররুখ আহমেদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এডিশনাল এমডি এম এ ওয়াদুদ,  সমিতির সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল সংবর্ধনা কমিটির আহবায়ক মোহাম্মদ হোসেন মিজান ও সদস্য সচিব মোঃ গোলাম রহমান তুহিন  প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ইসলাম  জ্যাকব এমপির নিকট ফ্ল্যাট  হস্তান্তর করেন ট্রপিকাল হোমস লিমিটেড এমডি রবিউল হক ও ডিএমডি মো: নুরুল হুদা।
দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক ড মোঃ হারুনুর রশিদ ।
পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক ও উত্তরা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোঃ সেলিম খান।
অনুষ্ঠানে ইফতার ও নৈশ ভোজ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সদস্য ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর