মো,সোহাগ হাওলাদার, সাভার থেকে।।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে গণপূর্ত বিভাগ।
দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রষ্পস্তবক অর্পন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
প্রতি বছর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর স্মৃতিসৌধ চত্বরে লাখ লাখ মানুষের সমাগম ঘটলেও এ বছর তার উল্টো চিত্র দেখা যায়। অর্থাৎ সকাল থেকে ফাঁকা জাতীয় স্মৃতিসৌধ।
সরেজমিনে দুপুর ১২টার পর্যন্ত পুরো স্মৃতিসৌধ চত্বরটি ফাঁকা অবস্থায় দেখা যায়। প্রতি বছরের ন্যায় এবার আর শহীদ বেদীতে ফুল দিতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি বেশ কয়েকবার শহীদ বেদী পুরো জনশূন্য অবস্থায় দেখা যায়।
স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, মূলত রমজান মাস আর তীব্র রৌদের কারণে এ বছর জন সমাগম কম হয়েছে।
প্রসঙ্গত যে, প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যা পুলিশ কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে থাকবে। এছাড়াও নেয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা। এর বাহিরে এ বছর ড্রোন দিয়ে স্মৃতিসৌধ এলাকার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে পুলিশ