বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন বলিউডের আলোচিত মুখ রাখি সাওয়ান্ত। ভারতে ফিরছেন না তিনি। রাখির ভারতে না ফেরার এই বিষয়ে মন্তব্য করেছেন তার সাবেক স্বামী আদিল খান দুরানি। তার মতে, গ্রেপ্তার এড়াতেই ভারতে ফিরছেন না রাখি। দেশে ফিরলেই নাকি দুই ঘণ্টার মধ্যে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাবে। সূত্র: হিন্দুস্থান টাইমস
কারণ রাখির নামে একাধিক মামলা করে রেখেছেন আদিল। অথচ এই আদিলের নামেই এর আগে বেশ কয়েকটি অভিযোগে মামলা ঠুকেছিলেন রাখি। সেসময় নির্যাতন, ব্লাকমেইলসহ একাধিক অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন আদিল। কারাভোগও করেন কয়েক মাস। এরপর জামিনে মুক্তি পেয়ে আবারও বিয়ে করেন তিনি। চলতি মাসে ‘বিগ বস ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন পথচলা শুরু করেন আদিল। এরপর থেকে রাখির সঙ্গে বিবাদটা আরও চরমে গিয়ে ঠেকেছে তার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল বলেন, ‘আমি বেশ কয়েকটি মামলা করেছি রাখির বিরুদ্ধে। যেসব মামলায় সহজেই জামিন পাবে না সে। এজন্যই কয়েকমাস ধরে ভারত ছেড়ে দুবাইয়ে অবস্থান করছে রাখি। সে যেদিন দেশে ফিরবে, সেদিনই দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’
গ্রেপ্তার হওয়া অবশ্য নতুন কিছুই নয় রাখির জন্য। এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে সেটি আদিলের করা মামলায় নয়; বলিউডের আরেক নারী অভিনেত্রী শার্লিন চোপড়ার। সূত্র: টিভি নাইন
গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন শার্লিন। মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। এসময় সাজিদের পক্ষ নিয়ে শার্লিনের বিরুদ্ধে মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। এতে ক্ষুব্ধ হয়ে মানহানির মামলা দেন শার্লিন। যে মামলায় গ্রেপ্তার হন রাখি।
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর