ভোলা প্রতিনিধি।
ভোলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃআরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার,মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামীলীগ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
আরো পড়ুন
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার মে: মাহিদুজ্জামান,জেলা সিভিল সার্জন শফিকুজ্জামান,ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
বক্তারা বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন উল্লেখ্য করে, আগামীর উন্নত বাংলাদেশ গড়ার অংশীদার হতে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা,জেলা প্রশাসনের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।