রাত পোহালে জাতীয় সংসদ নির্বাচন
অরুন কুমার সরকার:
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৬ জানুয়ারী শনিবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।
চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে বাগেরহাট-১ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮২১ জন। তার মধ্যে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দীন (নৌকা), তৃণমূল বিএনপির মোঃ মাহফুজুর রহমান (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাসুদেব গুহ (আম), জাতীয় পার্টির (জাপা) মোঃ কামরুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তা বাদী আন্দোলন (বিএনএম), মোঃ মঞ্জু হোসেন শিকদার (নোঙ্গর), ও বাংলাদেশ কংগ্রেস-এর এইচ এম আতাউর রহমান আতিক (ডাব)।
উল্লেখ্য: চিতলমারী উপজেলায় ভোটার সংখ্যা ১লক্ষ ১৯ হাজার ২৩৯ জন এবং কেন্দ্র সংখ্যা ৪০টি।