স্টাফ রিপোর্টার।।
ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদের প্রয়াত পিতা বিশিষ্ট সমাজসেবক, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টার এর ২৮তম মৃত্যুবার্ষিকী ২৭ ডিসেম্বর। তার রুহের মাগফেরাত কামনায় ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ আছর নিজ বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন মসজিদের ঈমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় শতশত ধর্মপ্রান মুসুল্লি অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আমিনাবাদ মাঝির হাট কেন্দ্রীয় মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মাইনুদ্দিন সাহেব।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে যুবনেতা মাকসুদুর রহমান তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।
উল্লেখ যে, তিনি ১৯৯৫ সালের ২৭ ডিসেম্বর ইন্তেকাল করেছেন।