চিতলমারীতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:

পানির অপর নাম জীবন,পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। পানি একটি বৈশ্বিক সংকট। যতোই দিন যাচ্ছে এ সংকট ততই তীব্রতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পানি ছাড়া কোনো জীবই স্বাভাবিক নয়।

https://somoyerchitra.com/

বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী বিশুদ্ধ পানিয় জলের সংকটে রয়েছে। এই সংকট থেকে বাংলাদেশ ও পিছিয়ে নেই।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের বিশুদ্ধ পানির সংকট ক্রমেই বেড়ে চলেছে। দেশের দক্ষিণাঞ্চল বাগেরহাটের চিতলমারী উপজেলাটিও তারমধ্যে অন্যতম। এনজিও বা দাতা সংস্থার মাধ্যমে এখানকার দুই-একটি ইউনিয়নে পুকুর ফিল্টারিং এর যৎ সামান্য ব্যবস্থা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

মাননীয় এম পি মহোদয় শেখ হেলাল উদ্দীনের প্রতি চিতলমারীবাসীর প্রাণের দাবী, মধুমতি নদ থেকে পাইপ ব্যবস্থার মাধ্যমে সদর চিতলমারী উপজেলা ও তার আওতাধিন ইউনিয়নবাসীদের সুপেয় পানির ব্যবস্থা করা হোক।

সময়ের চিএ/ইস
https://somoyerchitra.com/
এই বিভাগের আরো খবর