শরিকদের সঙ্গে শিগগিরই সমঝোতা: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে শিগগিরই সমঝোতা হবে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে অনেক দেশ পর্যবেক্ষক পাঠাবে। এতেই প্রমাণিত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ও স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তাদের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশা করছি খুব সহসা শরিকদের সঙ্গে সমঝোতা হবে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। খুব সহসা ১৪ দলের জোটের সঙ্গে সমঝোতা হবে। আর স্বতন্ত্র প্রার্থী সব সময় নির্বাচনে থাকে।

তিনি বলেন, আমাদের দল থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবার আমাদের দল করে না এমন অনেকেই হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ প্রার্থীদের অনেকেই বাতিল হয়েছিলেন। দেখা যাচ্ছে যে প্রথমদিন আপিলের পর ৫০ শতাংশের বেশি প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। আমি মনে করি, তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে ১০০ টাকা বেড়ে যাওয়ার কোনো কারণ ছিল না। এটি পাইকারি ব্যবসায়ীদের অতি মুনাফাখোরি মানসিকতার বহিঃপ্রকাশ। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে। এসময়ের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে।

এই বিভাগের আরো খবর