দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গভীর রাতে দাঁড়িয়ে থাকা এইচ এ পলক পরিবহনের একটি যাত্রীবিহীন বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই যাত্রীবাহী বাসটি পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মির্জাপুর এলাকায় অবস্থিত টার্মিনালে এই আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর-দিনাজপুর রুটে গেটলক বাস হিসেবে চলাচল করে এইচএপ্লাসওপি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪১৬)। সোমবার রাতে গাড়ীটি টার্মিনালে পার্কিং করে চালক চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত হেলপার অমল রায় গাড়িটি পরিস্কার করে। পরে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে চলে যায়। পরে গাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাৎনিক কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের হেলপার অমল রায় জানান, বাসের দরজা জানালা বন্দ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যায়। সেখান থেকে আগুনের সংবাদ পেয়ে আসে এবং বাসে আগুন দেখতে পায়।
এইচ এ পলক পরিবহনের চালক ভোলানাথ রায় বলেন প্রতিদিনের ন্যায় রাত সারে ১১ টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় টার্মিনালে যাত্রীবাহী বাসটি গ্যারেজ করে বাড়িতে চলে যাই। হেলপার অমল চন্দ্র রায়কে গাড়িটির দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যায়। রাত দুইটার দিকে মোবাইল ফোনে জানতে পারি যে কেন্দ্রীয় টার্মিনালেই আমাদের গাড়িটি আগুন লেগেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। ভোরে কাছে গাড়িটি এসে দেখতে পাই গাড়িটির সমস্ত কিছু ছাই হয়ে গিয়েছে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এব্যাপারে আই