
নড়াইল প্রতিনিধিঃ
বিদায় বেলায় সহকর্মীদের অশ্রুজলে সিক্ত হলেন নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। এ সময় নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে বরণ ও বিদায়ী এসপি মোসাঃ সাদিরা খাতুনকে সংবর্ধনা প্রদান করে নড়াইল জেলা পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) সকালে নড়াইলের পুলিশ লাইনস ড্রিলশেডে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে বরণ ও বিদায়ী এসপি মোসাঃ সাদিরা খাতুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মোঃ বিলাল হুসাইন, পবিত্র গীতা পাঠ করেন নিলিমা রানী মন্ডল।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইলের অতি: পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আনোয়ার হোসেন, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার, পুলিশ পরিদর্শক (টি আই সদর ট্রাফিক) কাজী হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (ডিআইও ১) জেলা বিশেষ শাখা মীর শরিফুল হক, লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন, পুলিশ পরিদর্শক (আরও-আই রিজার্ভ) মোঃ শহীদুজ্জামান প্রমুখ।
বক্তব্য বিদায়ী পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের দায়িত্ব- কর্তব্যের ভূয়সী প্রশংসা করেন সকলে। নড়াইলের আইন-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা, মাদক মুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজী, ডাকাতি, গ্রাম্য কাইজা বন্ধে বিদায়ী পুলিশ সুপারের অনড় ভুমিকার কথা তুলে ধরেন ওই বক্তারা। এ সময় বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন পুলিশ লাইন প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা গাছ রোপন করেন
বিদায় বেলায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সেই গাড়িকে ফুলের রশি দিয়ে টেনে নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন -কে বিদায় জানিয়েছেন নড়াইলের পুলিশ সদসরা। এ সময় অনেককে অশ্রু সংবরণ করতে দেখা যায়।