শাহবাগে ককটেল  বস্তু উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ এলাকা থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায় বলে জানান রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম আখতারুল ইসলাম।

তিনি বলেন, শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন ফুটওভারব্রিজের নিচে সাদৃশ্য বস্তু পড়ে ছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা এসে সেটি উদ্ধার করেন।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। পরে ওই বাড়ি থেকে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব।

 

এই বিভাগের আরো খবর