
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খানের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকাল ৫টায়, চিতলমারী থানার মিলনায়তনে, থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবুল হাসনাত খান, আসন্ন দুর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাগে যাতে উদযাপিত হয় সে ব্যপারে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নিদ্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,শিবপুর ইউপি চেয়ারম্যান ওলিউজ্জামান জুয়েল ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিপ সাহা কালা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, উপজেলা যুব লীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা, ইউপি চেয়াম্যান শেখ বাদশা মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার নের্তৃবৃন্দ।