মোহাম্মদ ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ ।।
সাহিত্য সম্মাননা পেলেন ‘হৃদয়ে চলন’সম্পাদক কবি হাদিউল হৃদয়। ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদান রাখায় শেরপুর সংস্কৃতি পরিষদ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১১মার্চ) প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।
২০১৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র তাড়াশের একমাত্র শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ ‘হৃদয়ে চলন’ যা এখন পর্যন্ত ১১টি সংখ্যা প্রকাশ পেয়েছে।
হাদিউল হৃদয় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পাড়িল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি একজন সাহিত্য কর্মী। মূলত কবিতা দিয়ে শুরু করলেও প্রবন্ধ, ছড়া লিখেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকায় তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।