Home ভোলা চরফ্যাশন সাংবাদিক পুত্র সিয়াম ও শাহরিয়ার জন্মদিন

সাংবাদিক পুত্র সিয়াম ও শাহরিয়ার জন্মদিন

130
0
SHARE

চরফ্যাশন প্রতিনিধি:  দৈনিক জাগো প্রতিদিন ও  দৈনিক মতবাদ পত্রিকার চরফ্যাসন প্রতিনিধি মো. সেলিম রানার প্রথম ও দ্বিতীয় সন্তান মোঃ জামিল আহমেদ সিয়াম ও মোঃ আবরারুল আহমেদ শারিয়ারের জন্মদিন । ২২/৯/২০১২ সেপ্টেম্বর সিয়াম জন্মগ্রহণ করেন ভোলার ন্যাশনাল ডায়গনিক সেন্টার ও ২২/৯/২০১৮ সেপ্টেম্বর শাহরিয়ার জন্মগ্রহণ করেন চরফ্যাশন সেন্ট্রাল ডায়গনিক সেন্টার তাদের জন্ম হয়। তাদের পৈত্রিক নিবাস দক্ষিণ আইচা থানা ৯ নং চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্ৰামের বাড়ি । সিয়াম ও শাহরিয়ার’র পিতামাতা’র স্বপ্ন সু- শিক্ষায় শিক্ষিত করে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সন্তানকে নিয়োজিত করা।

সাংবাদিক মো.সেলিম রানা বলেন, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।  বুধবার নিজ বাড়িতেে কেক  কেটে জন্মদিন পালন করা হয়। সে যেন বড় হয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং সকলের সাহায্যে এগিয়ে আসতে পারে।

image_print