রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

সময়ের চিত্র ডেস্ক:   রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ শনিবার  রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী শারমিন আক্তার খান।

এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রতিযোগিতা এমন একটা বিষয়, শুধুমাত্র পুরস্কার পাওয়া মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো প্রতিযোগী মনোভাব তৈরি করা। আমাদের অনেক সন্তান লজ্জায় ও ভয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চায় না। যারা প্রতিযোগিতায় অংশ নেয় না তারা পিছিয়ে পড়ে। প্রথম বা সর্বশেষ অবস্থান যাই হোক না কেন, প্রতিযোগিতায় অংশ নেওয়াই হলো মূল কথা। খেলাধুলা শুধুমাত্র শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, একই সাথে মানসিক শক্তিও বাড়ায়। খেলাধুলায় জড়িত থাকলে মাদকসহ অন্য যেকোনো অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। আমাদের সন্তানদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে।

দৃষ্টিনন্দন দলগত কুচকাওয়াজ, মশাল প্রজ্জলনের পর ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো, ৫০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় ইত্যাদি।

এই বিভাগের আরো খবর