এম এইচ শাহীন, গাজীপুর: ছাত্রজনতার ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ রয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই পার্কটি। দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর বন্ধ হয়ে যাওয়া সাফারি পার্ক খুলছে শুক্রবার (১৫ নভেম্বর)। পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চায় দুর্বৃত্তরা। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার থেকে চালু হচ্ছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।
আগের পোএ্ট
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর