জাতীয়

২১ আগস্টের শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:

 বাংলাদেশ আওয়ামী লীগ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাশাপাশি ইতিহাসের এ জঘন্যতম গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে। দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেন।

এরই মধ্যে স্মরণ সভায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button