
বব ডিলান, স্টিং, স্টিভ নিকস, ব্রুস স্প্রিং সটিনের মতো শিল্পীরা নিজেদের মিউজিক ক্যাটালগ বিক্রি করে দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার।
মঙ্গলবার হিপনোসিস সংস ক্যাপিটালের কাছে ২৯১টি গানের স্বত্ব বিক্রি করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ২৮ বছর বয়সি এই তারকা। বিক্রি হওয়া ক্যাটালগের মধ্যে রয়েছে বিবারের ছয়টি স্টুডিও অ্যালবাম।
বিলবোর্ড জানিয়েছে, হিপনোসিস সংস ক্যাপিটালের সঙ্গে বিবারের এ চুক্তির বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলার। বিবারের গানের স্বত্ব বিক্রি প্রসঙ্গে হিপনোসিস সং ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা মার্ক মার্কুরিয়াডিস বলেন,৭০ বছরের কম বয়সি কোনো শিল্পীর গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বিবারের এই চুক্তিটিই সবচেয়ে বড় চুক্তি।
মাত্র ২৮ বছর বয়সেই তিনি সংগীত জগতের সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পীদের একজন, যিনি পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকেই পুনরুজ্জীবিত করেছেন।