১৫১০ মনোনয়ন ফরম বিক্রি (জাপার)

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের কাছে তিন দিনে ১ হাজার ৫১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (২২ নভেম্বর) দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় দিন পর্যন্ত ১ হাজার ৫১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর ৫৫৭ টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এ থেকে ৪ কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।

এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

আরও পড়ুন: নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল জাতীয় পার্টি

এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

এই বিভাগের আরো খবর