
খেলাধুলা ডেস্ক।।
দ্বিতীয় দিনের শুরুতে আজ বল হাতে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়ে ছিল আফগানরা। কিন্তু পরে তারা ব্যাটিংয়ে নামলে মাত্র ১৪৬ রানে আফগানদের গুটিয়ে দেয় বংলাদেশ দলের বোলাররা।
আফগানদের এই ভরাডুবির পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো পেসার এবাদত হোসেনের। তিনি একাই ৪ উইকেট তুলেন নিয়েছেন। আর ২টি করে উইকেট শিকার করেছেন শরিফুল, তাইজুল ও মিরাজ।
আফগানদের হয়ে একজন ব্যাটারও ৪০-এর ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আফসার জাজাই। ৩৫ রান করেন নাসির জামাল এবং ২৩ রান করেন করিম জানাত।
আফগানদের ১৪৬ রানে অলআউট করে দেয়ায় প্রথম ইনিংসেই বাংলাদেশ এগিয়ে গেল ২৩৬ রানে। চাইলে সফরকারীদের ফলোঅনও করাতে পারবে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত বাংলাদেশ করেছে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হোসাইন।