
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আয়নাল ঢাকাইয়ার বাসার সামনের রাস্তায় অতি দরিদ্রদের জন্য কর্মসূচী ১১০ দিনের উদ্বোধন করেছেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া।
ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচন হন ফুল মিয়া।
এলাকার জনস্বার্থে উন্নয়নকল্পে তার জুড়ি নেই।কর্মসূচির কাজ নিয়ে তিনি জানান, সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিবির তদারকিতে আমরা এই কর্মসূচির কাজ ভালোভাবে সম্পাদন করতে পারছি। নদী বিধৌত এলাকায় যারা এ কাজের জন্য শুধু তাদের নির্বাচন করে কাজ করা হচ্ছে। আশা রাখি আগামীতে সুযোগ পেলে এলাকার অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে পারবো।
সুবিধাভোগীদের মধ্যে এক মহিলা বলেন, চেয়ারম্যানের জন্য বাবা কাম পাছোম। বাবা মেলা দিন বাঁচুক।