রাজনীতি

১০ হাজার জেলে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা।। ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদি উপলক্ষে জেলের সমাবেশের আয়োজন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।

শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলার মেঘনা তীরবর্তী সি-ট্রাক ঘাট এলাকায় প্রায় ১০ হাজার জেলের সমাগম ঘটে। এসময় দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা র আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,
মার্চ বাঙ্গালী জাতীকে গৌরব দিয়েছে,আর আগস্ট দিয়েছে কলংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বপ্নের বাংলাদেশ কল্পনাও করা যেত না। আজ আমরা ডিজিটাল পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশের স্বপ্ন দেখছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
এ সময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল প্রমুখ।

তজুমদ্দিন(ভোলা) সংবাদদাতা
০১৭১১৫৭৯৩৬৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button