
আরিফ হোসেন, চরফ্যাসন থেকে॥ ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নুুরাবাদ এলাকার মোঃ হামিম (১২) নিখোঁজের পাঁচদিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি। পুত্রের সন্ধান না পেয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে মা বাবা । নিখোঁজের সন্ধান চেয়ে তার বাবা দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
নিখোঁজ হামিম উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক মোঃ বশির এর ছেলে। তিন সন্তানের মধ্যে হামিম তৃতীয় নম্বর। হামিম তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান।
হামিমের বাবা বসির বলেন, ছেলে হামিম তার নানা বাড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে ২৭ ফেব্রুয়ারী বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হয়। রাতে আমি ছেলের নানা বাড়ীতে ফোন করে জানতে পারি হামিম সেখানে যাইনি। পরে আমি আমার বিভিন্ন আত্মীয় বাড়ীতে খোঁজ নিয়েও কোন সন্ধান পাইনি। এই ঘটনায় ১ মার্চ দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। আজ ৫ দিন অতিবাহিত হয়েছে এখনো ছেলের সন্ধান পাচ্ছিনা।
দুলারহাট থানার অফিসার মোঃ আনোয়ারুল হক জানান, এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছে। এখনো তার কোন সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।