হঠাৎ দেশে ফিরলেন লিট ‘ দিল্লি না গিয়ে

ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হঠাৎ দেশে ফিরলেন লিটন কুমার দাস। টাইগার ব্যাটার দেশে ফিরে আসলেও বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছেছে। টাইগার ক্রিকেটাররা উঠেছে দিল্লির লা মেরিডিয়ান হোটেলে।

জানা গেছে, লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। সে কারণেই হুট করে তার দেশে ফিরে আসা। পরিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে ছুটি দিয়েছে।

বুধবার দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেন তিনি। দেশে আসলেও শিগগিরই ভারতে চলে যাবেন তিনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী ৬ নভেম্বর। প্রতিপক্ষ শ্রীলংঙ্কা। ওই ম্যাচের আগেই ভারতে ফিরবেন টাইগার ব্যাটার।

আগামী ৩ কিংবা ৪ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচকে সামনে রেখে ৩ নভেম্বর অনুশীলন করবে। সেদিনই লিটনের দলে যোগ দেয়ার কথা রয়েছে।

এর আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও হুট করে দেশে ফিরে এসেছিলেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে তার আচমকা ঢাকা সফর নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় মাত্র একটি ম্যাচে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে একপেশে হারে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিশ্চিত। অথচ সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে ভারতে পা রেখেছিল টাইগাররা।

 

এই বিভাগের আরো খবর