‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’- এমপি শাওন

মনজুরুল আলম, লালমোহন :প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

শুক্রবার সকালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এমপি শাওন।

এমপি শাওন তার বক্তব্যে আরো বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট।

নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের গভর্নিং বর্ডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাসহ আরো অনেকে।

এই বিভাগের আরো খবর