ফের শুরু গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট-২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ফের শুরু হল ঘরোয়া ফুটবল ‘গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’। গত ১১জুলাই মানিকগঞ্জের সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্দল ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টটি শুরু হলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। সিংগাইরে স্বৈরাচার হাসিনার পতনের আনন্দ আরো বাড়িয়ে দিতে টুর্নামেন্টটি সোমবার (১২ আগষ্ট) গোবিন্দল ফুটবল খেলার মাঠে ফের শুরু হল।

গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে ৮টি দল নিয়ে শুরু করেছিল ঘরোয়া ফুটবল ‘গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’। এদিন খেলায় অংশগ্রহন করে সিংগাইর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (গোবিন্দল) বনাম ৮ ও ৯ নং ওয়ার্ড (আজিমপুর)। খেলায় আজিমপুরকে ১-০ গোলে পরাজিত করে গোবিন্দল।

ম্যাচটি উদ্বোধন করেন এমআরএম ব্রিক্সের সত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন।

গোবিন্দল জনতা সংঘের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিঙ্গাইর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। বিএনপি নেতা সাইদুর রহমান সাগড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড পৌর কমিশনার মাহফুজ সরকার, সিঙ্গাইর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী বাদশা মিয়া, সাবেক ফুটবলার শাহানুর রহমানসহ অনেকে।

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর