স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সাংবাদিক হত্যার বিচার করতে হবে: ডিইউজে
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী চারজন সাংবাদিক নিহত ও ২১৮ জন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার বিচারের দাবিতে অতিদ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান সাংবাদিক নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক,বিএফইউজে মহাসচিব দীপ আজাদ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক অর্থ সম্পাদক খায়রুজ্জামান কামাল, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান মিঞা, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা দ্রুব, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, প্রমুখ।
এসময় সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা শোক পালন করেন। সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করেন।