
আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ নভেম্বর) স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় বরাত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করতে পেদ্রো ইউরোপসহ আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে কাজ করার আশ্বাস দিয়েছেন পেদ্রো সানচেজ।
তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।
পেদ্রো সানচেজ বলেন, হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা সমর্থন করিনা।
ফিলিস্তিনে হামলার নিন্দা জানালেও গত ৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। এছাড়া দ্রুত হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তি দাবি জানান তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় সাড়ে চার হাজারেরও বেশি শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।