এম এইচ শাহীন, গাজীপুর: স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে স্বামী গাজীপুর সদর মেট্রো থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামানের বিরুদ্ধে।
সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্ত্রী নিশাত ইয়াসমীন মৌয়ের দায়ের করা এক লিখিত অভিযোগপত্রে তিনি বলেছেন, ২০২০ সালে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ধয়থা গ্রামের শামীম হোসেনের ছেলে মনিরুজ্জামানের সঙ্গে পারিবারিকভাবে নিশাত ইয়াসমীন মৌয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় তার স্বামী এসআই মনিরুজ্জামান নিশাত ইয়াসমীন মৌকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের গর্ভে একটি কন্যাসন্তান জন্ম হয়। সন্তানের কথা চিন্তা করে শত নির্যাতন সহ্য করেও মৌ স্বামীর সংসার করতে থাকেন।
মৌ জানান, ২৭ অক্টোবর তাকে এবং তার সাড়ে তিন বছরের শিশুকন্যা মেহেনূর মারিয়ামের মাথায় সরকারি পিস্তল ঠেকিয়ে বলে যে, এখান থেকে চলে যা, নইলে একদম জায়গায় শেষ করে দিব। কাশিমপুর থানার পরিদর্শকের (তদন্ত) স্ত্রী (সানি ভাবি), তার সন্তান হিমি (৪) এবং সদর থানার এসআই কামরুল হাসানের স্ত্রী (হিয়া ভাবি), সন্তান ও তার শাশুড়ির সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৌ আরও জানান, তার স্বামী মনিরুজ্জামন শুধু তাকে শারীরিক নির্যাতনই করছেন না বরং বিভিন্ন মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কও গড়েছেন। এসব বিষয়ে তার শ্বশুর-শাশুড়িকে একাধিকবার জানালেও তারা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ছেলেকে আরও ৫টি বিয়ে করাবেন বলে হুমকি দেন। বাবা-মার আশকারায় এসআই মনিরুজ্জামান আরও বেপরোয়া হয়ে গেছে। তাদের ছেলে পুলিশের এসআই কিছুই করতে পারব না বলে জানায়।
এদিকে সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, ২০ সেপ্টেম্বর মৌয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তার অভিযোগের তদন্ত এখনো শেষ হয়নি।