সিঙ্গাইরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

মানিকগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০আগষ্ট) সকাল ১০ঘটিকায় উক্ত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আজ সকাল ১০ ঘটিকার সময় সিঙ্গাইর বিএনপি অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর সিঙ্গাইর বাজার হয়ে সিঙ্গাইর থানা ও পৌরসভা প্রদক্ষিণ করে সিঙ্গাইর উপজেলার সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ।

সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম মিন্টু।

বক্তব্য রাখেন, সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, সিঙ্গাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডভোকেট দ্বিন ইসলাম, সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান ভূইয়াসহ সিঙ্গাইরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এছাড়া সিঙ্গাইর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর