
মোহাম্মদ শাহ্ ফরহাদ, সিরাজগঞ্জ (তাড়াশ)।।
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে। রবিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদের নেতৃত্বে তার অফিস স্টাফ এবং তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া এলাকায় ৮ নং ব্রীজের পাশে একটি বিলে অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জলাশয়ে মাছ ধরার উদ্দেশ্যে বসানো রিং জাল ফেলে পালিয়ে যায় মাছ শিকারীরা।
মৎস্য অফিসের তথ্যমতে ৫০ টি চায়না রিং জাল জব্দ করা হয়েছে। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত চায়না রিং জাল গুলো সন্ধ্যায় এলাকায় জনসম্মুখে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়।
মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে পানির পোকাটিও ভেসে যেতে পারবেনা। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।