জাতীয়শিক্ষা

সিজিপিএ শর্ত শিথিল এর দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বৃষ্টিতেও  সড়ক থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতকপড়ুয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে আন্দোলন করছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন তারা। সড়ক অবরোধ করে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। দুপুর ২টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হলেও সড়কে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এক দফা দাবি আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না তারা।

 

এক দফা দাবিটি হলো- সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

 

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সাত কলেজের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় বিবেচনা না করেই সিজিপিএ পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা শুরু থেকেই বিষয়টি সংশোধনের দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও এ ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি।

 

 

এদিকে সড়ক অবরোধে জনভোগান্তির কথা উল্লেখ করে পুনরায় সমন্বয়কের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। নীলক্ষেত মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

 

শাহেন শাহ মাহমুদ বলেন, আমরা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। যেকোনো বিষয়ে দাবি-দাওয়ার জন্য রাস্তা বন্ধ করা উচিত নয়। শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button