মানিকগঞ্জ প্রতিনিধি:
কর্ম বিরতি কাটিয়ে কাজ যোগাদান করায় সিঙ্গাইর থানা সকল পুলিশকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিঙ্গাইর উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার (১৭ আগষ্ট) দুপুরে সিঙ্গাইর থানায় উপস্থিত হয়ে তারা এই শুভেচ্ছা দেন।
সবশেষে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়ারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেসময় পুলিশের মনোবল যাতে ভেঙে না পড়ে, পুলিশকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
সেসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সিঙ্গাইর পৌর শাখার সভাপতি আরিফুল ইসলাম, সিঙ্গাইর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ও ছাত্রশিবির সিঙ্গাইর পৌরসভা শাখার সাবেক সভাপতি সাইফুল্লাহ মানছুর, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বায়রা ইউনিয়ন জামায়াতের সভাপতি রিপন হসেন, বলধরা ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহিনুর রহমান, জয়মনটপ ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।