মানিকগঞ্জ প্রতিধিনি: মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ সায়দুল ইসলাম চেয়ারম্যান, রমিজ উদ্দিন ভাইস চেয়ারম্যান ও আনোয়ারা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ রাত সারে ৯টার দিকে ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন সিঙ্গাইর উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আজ বুধবার (৮মে) সকাল ৮ঘটিকায় ইলেকট্রনিক ভোটার মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। আসরের নামাজের পর থেকে সিঙ্গাইর উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলার বি আর ডি বি হল রুমে শুরু হয় ফলাফল ঘোষণা। মোট ১০১ টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, কাপ পিরিচ মার্কার সায়দুল ইসলাম পান ৪৭,৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনারস মার্কার আবদুল মাজেদ খান পেয়েছেন ৩৮,২১৪ভোট। অন্যদিকে দোয়াত-কলম মার্কার আব্দুল হাকিম পেয়েছেন মাত্র ৬,৪০০ভোট।
ভাইস চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাইর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, তালা মার্কার রমিজ উদ্দিন পেয়েছেন ৪৫,৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিকগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সদস্য, মাইক মার্কার এডভোকেট আবদুস সালাম পেয়েরছেন ৩০,৬২৯ ভোট। টিউবওয়েল মার্কার তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৬,২১৩ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন পেয়েছেন ৬৯৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসি মার্কার আফরোজা খান লিপি পেয়েছেন ২২,৮২৮ ভোট।