মানিকগঞ্জ প্রতিনধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌর ও উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০আগষ্ট) বিকেলে র্যালি বের করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিঙ্গাইর উপজেলার অফিসের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি সিঙ্গাইর বাজার হয়ে সিঙ্গাইর থানা প্রদক্ষিণ করে সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সামনে দিয়ে উপজেলা হয়ে সিঙ্গাইর বাসস্ট্যান্ড ঘুরে ফের সিঙ্গাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জিয়ার সৈনিক এক হও, এক হও দেশ গড় সহ নানান স্লোগানে প্রকম্পিত হয় সিঙ্গাইরের প্রতিটা অলিগলি। এছাড়া এসময় গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাসির দাবি করে স্লোগান দেয়া হয়।
এর আগে র্যালির পূর্বক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, সাবেক জিএস ও সিঙ্গাইর পৌরসভার সাবেক কমিশনার মোঃ আলাউদ্দিন, সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব মাহমুদুর রহমান গোলাপ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুর রহমান রিপনসহ অনেকে।
এছাড়া সিঙ্গাইরে বিভিন্ন ওয়ার্ড সেচ্ছাসেবক দলের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময়েরচিত্র/জ