মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে নয়ডাঙ্গী গ্রামের হায়াতুন নেছা (৬৫) নামের এক শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১৬ দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে সিঙ্গাইর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ অক্টোবর) গভীর রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গত ৬ অক্টোবর রবিবার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী নিজ বাড়িতে পুত্রবধূর হাতে খুন হন শ্বাশুড়ি হায়াতুন নেছা। ওই ঘটনায় দিন পুত্রবধূ রুনা বেগম ও তার মাকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া জবানন্দিতে রুনা বেগম পরকীয়ার প্রেমিকের সহযোগীতায় তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরই সূত্রধরে ১৬ দিন পর ওই পরকীয়া প্রেমিককে মিরপুর ১৩ নাম্বার থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে পরকীয়া প্রেমিককে দেখতে থানায় ভিড় জমান উৎসুক জনতা। তারা সকলেই পরকীয়া প্রেমিকসহ রুনা বেগম ও তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রুনা বেগমের স্বামী প্রবাসী আব্দুল খালেক স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করেনা।
জানা যায়, পৌর এলাকার নয়াডাঙ্গীর প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ দু’জনে নিজ বাড়ির এক তলা বিল্ডিংয়ে বসবাস করতেন। ঘটনার দিন সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বউ শাশুড়িকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার শয়ন কক্ষে সিন্দুকে আটকে রাখে। পরে তার লাশ গোপন করতে মাকে ডেকে আনে রুনা বেগম। কিন্তু এর আগেই এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় রুনা বেগম।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভির রাতে অভিযান চালিয়ে মিরপুর ১৩ নাম্বার থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।