মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, সেনাবাহিনীর মানিকগঞ্জের অপারেশন অফিসার আসিফ হাসান শোভন, সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান, সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মামুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আহাদী রহমান।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিংগাইর বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন কমিটির নেতাকর্মীরা। পূজার সুষ্ঠ ও আনন্দময় পরিবেশ রক্ষায় ও যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের প্রতিটি ইউনিয়নে বিশেষ কমিটি দেয়ার আহবান জানান উপজেলা প্রশাসন।
সভায় বিএনপি নেতৃবৃন্দ পূজা উৎসবের নিরাপত্তা দিতে যেকোনো ধরনের সহযোগিতা আশ্বাস দেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেরয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের লোক সমান অধিকার পাবে। এবং তাদের যার যার ধর্ম পালন করবে। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সিংগাইর বিএনপির নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে, শারদীয় দুর্গাপূজা বিগত দিনে যেভাবে সুষ্ঠ ভাবে পালন হয়েছে। এখনো যেন সুন্দর ও সুষ্ঠ পরিবেশ বজায় থাকে তার জন্য স্থানীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। বিএনপির প্রতিটা ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা পূজার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কাজ করবে বলে তিনি জানান।
সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান রোমান বলেন, মানিকগঞ্জ বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তিনি পূজার কথা চিন্তা করে পূজা কমিটির নেতাকর্মীদের ডেকেছেন। কিভাবে শান্তিতে ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করা যায় সে বিষয়ে তিনি ইতিমধ্যে আমাদের স্থানীয় নেতাকর্মীদের আদেশ দিয়েছে। যে কোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সদর ইনিয়ন চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ইতি রানী সাহা, সিংগাইর পৌর সভাপতি জয় দেব, নিখিল রায়সহ অনেকে।
সভায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উপজেলার মোট ৬৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৫০০ কেজি করে চাউল বরাদ্দের কথা জানান উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা পরিষিদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।