মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে জামির্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গীর মাজাকাত হারুন প্রকল্পের অফিসে হামলা ও ভাংচুরসহ ৩কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। অই নেতার নাম সানোয়ার হোসেন (৫০), তিনি জামির্তা ইউনিয়নের বিন্নাডিঙ্গীর তোফাজ্জল হোসেন ফকির ছেলে।
ওই ঘটনায় সানোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরোদ্ধে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ ও মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের অফিসার ইনচার্জ বরাবর অফিযোগ দিয়েছে প্রকল্পপের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. খোরশেদ আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ আগষ্ট) রাত ৮ঘটিকায় মাকাজাত হারূন কোম্পাণীতে থাকা সেমি পাকা ঘর এর যাবতীয় গ্রীল, দরজা, জানালা, কেচিগেইন পানির টিউবয়েল, পানির মটর, পানির সেলু মেশিন এবং কৃষি কাজের ওষুধাদির মেশিন, প্রায় ৩০ টন রড, ০৮ টি সাইনবোর্ড, ও পল্লি বিদ্যুৎ এর ০১ টি মিটার, টান্সমিটারের ভিতরের যন্ত্রাংশ, ঘরের ০৪ টি সিলিং ফ্যান সহ বিভিন্ন জিনিস পত্র জোর করে নিয়া যায় যার মূল্য ৪৫ লক্ষ টাকা। এবং কোম্পানীতে থাকা সেমি পাকা ঘর ভাংচুর করে যার অনুমানিক মূল্য ৫লক্ষ টাকা।
অভিযোগে আরো বলা হয়, বিবাদীগন প্রায় সময় প্রকল্পের ম্যানেজারের নিকট ৩কোটি টাকা চাঁদা দাবি করে আসছে।
চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দিবেনা বলেও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।
এবিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সময়েরচিত্র/জ