জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ : কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু, খাদ্য সার্বভৌমত্ব প্রাণ প্রকৃতি ও সাংস্কৃতিসুরক্ষায় সবুজ সংহতি গঠনে বারসিক এর মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিংগাইর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টারের সভাপতিত্বে ও বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম কো-অর্ডিনের শিমুল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমান, বিউটি সরকার, মাঠ সহায়ক রিনা আক্তার, আসিয়া আক্তার, সকিতা কীর্তনিয়া।
আরো উপস্থিত ছিলেন, সিঙ্গাইর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। সাইফ সুজন, সেলিম মাহমুদ, অধ্যাপক জগদ্বীশ চন্দ্র মালো, বীর মুক্তিযোদ্ধা অলক সাহা, পারভিন আক্তার, তৌহিদ, নাজমা আক্তার, ইব্রাহিম মিয়া, আতুফা বেগম, লিজা আক্তার, স্বপন রায়, যুবায়ের হোসেন খান, জীবন সরকার, মোদাচ্ছির খান, সুফিয়া বেগম, করম আলী মাস্টার, মজিবর হোসেন, পিপুর আক্তার সহ অনেকে।
এসময় সকলের উপস্থিতিতে বারসিক এর সবুজ সংহতি নামে সিঙ্গাইর উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।