সিঙ্গাইরে বারসিক-এর আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে “জলবায়ু ন্যায্যতা নিশ্চিত হোক, এই শ্লোগানকে সামনে রেখে “বর্ষা চাই, বন্যা নয়,নদীর জীবন ফিরিয়ে দাও” শীর্ষক আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের জয়নাল মার্কেটে এই অনুষ্ঠান হয়।

এ উপলক্ষ্যে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) পরিচালিত সিঙ্গাইর উপজেলা সবুজ সংহতি কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির যুগ্ম-আহ্বায়ক মো: জোবায়ের খানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থাটির নির্বাহী পরিচালক সুকান্ত সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থাটির পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

বারসিক-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিমুল বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিঙ্গাইর উপজেলা সবুজ সংহতি কমিটির উপদেষ্টা জগদীস চন্দ্র মালো, হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিকী, করম আলী, অলক সাহা ও স্খানীয় কৃষক ইব্রাহীম।

পরে বায়রা কলেজ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বারসিক-এর প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমান, বিউটি সরকার, রিনা আকতার, আছিয়া আকতার ও অনন্যা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর