সিঙ্গাইরে পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার

জসিম উদ্দীন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ, জামির্ত্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন একালায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সিঙ্গাইর থানা পুলিশ। খাবারের সাথে কৌশলে চেতনানাশক মিশিয়ে অচেতন করার পর বাড়ির একতলা বিল্ডিংয়ের বারান্দার লোহার গ্রিল কেটে নগদ ৮৫ হাজার টাকা, ২০ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও ৫ হাজার টাকার কসমেটিকস পণ্যসহ প্রায় ২১ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম বার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুল কুদ্দুস (৫০), মো. আরমান (৩৫), মো. মিজান (২৫), সোহাগ (২৪) ও মো. মনির হোসেন (৩৭)।

 

জেলা পুলিশ সুপার আরও জানান, ৪ এপ্রিল রিমান্ডপ্রাপ্ত ২ ডাকাতসহ গ্রেপ্তার ৫ জন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জানা যায়, সিঙ্গাইর থানা পুলিশের প্রচেষ্টায় জামির্তা ইউনিয়ন হতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুল কুদ্দুস ও মো. আরমান গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ৩দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাইর থানাধীন জয়মন্টপ, জামির্ত্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য জয়মন্টপ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. মিজান, সোহাগ ও মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এই বিভাগের আরো খবর