সিঙ্গাইরে জামায়াতে ইসলামীর শুকরানা মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিঙ্গাইর উপজেলা শাখার উদ্যোগে শুকরানা মিছিলের আয়োজন করা হয়। ৫ আগষ্ট ছাত্র-জনতার স্বৈরাচার বিরোধ অভ্যুত্থান সফল হওয়ায় দেশ নতুন ভাবে স্বাধীনতা লাভের আনন্দে মঙ্গলবার এই মিছিল করা হয়।

মিছিলটি গোবিন্দল জামটি মার্কেট থেকে শুরু হয়ে গোবিন্দল নতুন বাজার হয়ে সিঙ্গাইর বাসষ্ট্যান্ড দিয়ে ঘুরে সিঙ্গাইর উপজেলা, থানা ও সিঙ্গাইর বাজার প্রদক্ষিণ করে ফের জামটি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি কামনায় ও আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা কামনায় এবং সকল আন্দোলনকারীদের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনায় দোয়া হয়।

সিঙ্গাইর উপজেলা জামায়াতে ইলামীর সেক্রেটারী আবু জিহাদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা আমীর মাও. কামরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাইর জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুল ইসলাম, জামায়াত নেতা মাঃ হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামী সিঙ্গাইর পৌর শাখা সাবেক সেক্রেটারী মাও. উসমান গনী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ মানছুর, জামায়াতে ইসলামী সিঙ্গাইর উপজেলা সাবেক বাইতুল মাল সম্পাদক মুহাম্মদুল্লাহ,
জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান শাহিন, জোবায়ের হোসেন প্রমুখ।

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর