জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাজেদ খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জয়মন্টপ ইউনিয়নবাসীর ব্যানারে শনিবার (২৭ এপ্রিল) রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান ফকিরের বাড়িতে এই উঠান বৈঠক হয়।
জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা: রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাজেদ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ খান উজ্জল, সিঙ্গাইর সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম রতন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক, জয়সন্টপ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ফকির, সিঙ্গাইর সরকারি কলেজের সাবেক ভিপি লুৎফর রহমান রানা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা।
জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শাহিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আরজ আলী।
আরো বক্তব্যদেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুছ মৃধা ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন প্রমূখ।
এসময় জয়মন্টপ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।