সিঙ্গাইরে একটি মাদ্রাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে সায়েস্তা ইউনিয়িনে সাহরাইল বাজার এলাকার “মদীনা শিশু একাডেমি” নামের মাদ্রাসার একটি কক্ষে হতে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (০২ জুন) বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। অই শিক্ষিকার নাম রোকসানা আক্তার রিক্তা (২৪)। রিক্তা আঠারো পাইক্কা গ্রামের আবেদ আলীর মেয়ে ও অত্র মাদ্রাসার শিক্ষিকা।

জানা যায়, আশেপাশের লোকজন মোটরসাইকেলের মালামাল বাধার রশি গালায় বাধা অবস্থায় মাটিতে পরে থাকতে দেখতে পায়। তবে কে বা কারা তাকে মেরে রেখে গেছে তা এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি।

পরবর্তী বিষয়টি সিঙ্গাইর থানা পুলিশকে জানানো হলে সিঙ্গাইর থানা পুলিশ ও মানিকগঞ্জ পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

এই বিভাগের আরো খবর