সিঙ্গাইরে আনন্দঘন পরিবেশে বিজয় দিবস উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি:

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্বরণ করে উপজেলার সর্বস্তরের মানুষ। বিজয় দিবসে সবার কন্ঠে ছিল দুর্নীতি, সন্ত্রাস, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও পুলিশের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। এসময় তাঁরা কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে উপজেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বাসাবড়ী, যানবাহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উড়ানো হয় লাল-সবুজের জাতীয় পতাকা। আলোক সজ্জা করা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন।

এদিন সকালে পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুস্পঞ্জলী অর্পন করে দেশের সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, থানা পুলিশের পক্ষে পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোশারফ হোসেন, বিএনপির পক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম খান শান্ত, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লার নেতৃত্বে ক্লাবের সদস্যবৃন্দ ।

এছাড়া সিঙ্গাইর পৌরসভা, সিঙ্গাইর ডিগ্রী কলেজ, সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ডোনার এসোসিয়েসন অব সিঙ্গাইর, সিঙ্গাইর বাজার বনিক সমিতি ও বেসরকারী সংস্থা ব্রাক, সিসিডিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠন ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাষ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, পিলো পাসি/হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং
দিনব্যাপী চারু/কারু শিল্প মেলাসহ নানা অনুষ্ঠান মালার। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা ও মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর