
চরফ্যাশন অফিস॥
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা চরফ্যাশনে বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাজী আলা উদ্দিন তালুকদারের নের্তৃত্বে মিছিলটি চরফ্যাশন বাজারের জনতা রোড এবং সদর রোড প্রদক্ষিণ করে সরকারি টিবি হাই স্কুল সংলগ্ন স্থানে গিয়ে সমবেত হয়। ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাজী আলাউদ্দিন তালূকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শশীভূষণ থানা শাখার সভাপতি মাওলানা ছালাউদ্দিন আইয়ুভী, ভোলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু ইউছুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ছালাউদ্দিন বেলালী, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম,ইসলামী ছাত্র আন্দোলনের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মো.হাফিজ আর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগন তথা সারা বিশ্ববাসী দেখেছে পীর সাহেবকে মেরে রক্তাক্ত করা হয়েছে। কিন্তু সিইসি বলেছেন চরমোনাই পীর কি ইন্তেকাল করেছেন ? আমরা রক্ত ক্ষরণ দেখিনি এমন কথা বলে সিইসি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি প্রমান দিয়েছেন তিনি একজন দলীয় কর্মী। এই সিইসির অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়না উল্লেখ করে তারা সিইসির পদত্যাগ এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন।