মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। গতকাল শুক্রবার (৪অক্টোবর) আসরের নামাজের পর সিংগাইর থানার উদ্যোগে সিংগাইর বাজারে বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ওসি জাহিদুল ইসলাম পূজা মন্ডপের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ বজায় রাখা, মাদক নির্মূলে ভূমিকা রাখা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনা করেন।
ওসি জাহিদুল ইসলাম সিংগাইর থেকে মাদক নির্মূলে সিংগাইরবাসীর সকলের সহযোগীতা কামনা করেন।
সিংগাইর থানার এস আই আব্দুল আজিজের সঞ্চালনায় মত অভিনয় সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক কমিশনার আলাউদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, সদ্য বিদায়ী পৌর কাউন্সিলর মাহফুজ সরকার, সিংগাইর পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর নূরে আলম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মনজুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, হাজী মহিদুল ইসলাম, আকবর হোসেন, শ্যামল কুমার, শান্তি লাল মন্ডল, নোয়াব আলী, আব্দুর রহিম, আজিজুল ইসলাম স্বপনসহ ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।