মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমানের সংঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবদিুর রহমান খান রোমান, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু জিহাদ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুল ইসলাম, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহানুর রহমান সৌরভ, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কালেরকন্ঠের সাংবাদিক মোবারক হোসেন, সদস্য সচিব গ্লোবাল টিভির সুজন মোল্লা, আহবায়ক কমিটির সদস্য নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক জসিম উদ্দিন সরকারসহ অনেকে।
সভায় বক্তারা সিংগাইরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। রাস্তার গাড়ি চলাচলে ট্রাফিক সমস্যা, বাজার সিন্ডিকেট, বাল্য-বিবাহ বন্ধে করনীয়, শিক্ষার মান উন্নয়নে করনীয়, মাদক, দূর্নীতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া বক্তারা সিংগাইরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে ধল্লা পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু করতে উদ্যোগ গ্রহন করার জোর দাবি জানান। সভায় হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনা এড়াতে ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ন্ত্রের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।